Gaibandha Govt. Girls' High School

SSC Result - 2025

ঐতিহ্যবাহী গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২৫ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক ও গর্বজনক। এ অসাধারণ সাফল্যের জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং পরিশ্রমী শিক্ষকমণ্ডলীর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষার্থীদের নিষ্ঠা ও কঠোর অনুশীলন, অভিভাবকদের সচেতন সহযোগিতা এবং শিক্ষকমণ্ডলীর নিরলস পরিশ্রম ও আন্তরিকতা। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় এই কাংখিত ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

সবার প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও উষ্ণ অভিনন্দন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকুক—এই কামনা করি।

এস.এস.সি  পরীক্ষা – ২০২৫ এর ফলাফল 

মোট পরীক্ষার্থী = ২৪৯ জন।

অংশগ্রহণ পরীক্ষার্থীর সংখ্যা = ২৪৬ জন।

অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা = ০৩ জন।

পাশের হারঃ ৯৬.৭৫।

মোট জিপিএ ৫.০০ = ১৪২ জন।

জুলাই মাসের বেতন সহ সকল বকেয়া পাওনাদি আদায় সংক্রান্ত

নোটিশ

এতদ্বারা সকল শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৭ জুলাই ২০২৫ খ্রি. তারিখে রোজ সোমবার জুলাই ২০২৫ মাসের বেতন সহ সকল বকেয়াদি আদায় করা হবে। উল্লেখিত তারিখে সকলকে সকল পাওনা পরিশোধের জন্য অনুরোধ করা হলো। মোঃ মেহেদুল ইসলাম প্রধান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, গাইবান্ধা।

Human Papilloma Virus (HPV) Vaccination Campaing-2024

নোটিশ,

অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের যানানো যাচ্ছে যে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) ভ্যাকসিনের রেজিষ্ট্রেশন আগামী ২২ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখের মধ্যে নিম্নোক্ত লিংকে গিয়ে সম্পন্ন করার জন্য বলা হলো। প্রয়োজনীয় তথ্য : ১। অনলাইন জন্ম নিবন্ধান ২। মোবাইল নম্বর, মোবাইল অবশ্যই সঙ্গে থাকতে হবে। প্রধান শিক্ষক, গাইবান্ধা সরকরি উচ্চ বালিকা বিদ্যালয়। Link: www.vaxepi.gov.bd

“পবিত্র ঈদ-ই-মিলাদুনবী (সা.) উদযাপন

নোটিশ, এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল  শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ঠ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬/০৯/২০২৪ খ্রি. তারিখ রোজ সোমবার সকাল ১০.০০ ঘটিকায় “পবিত্র ঈদ-ই-মিলাদুনবী (সা.) উদযাপন উপলক্ষে নিম্নোক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সকলকে বিশেষভাবে বলা হলো।

অনুষ্ঠানসূচীঃ

01। ক্বেরাত- ক গ্রুপ (৬ষ্ঠ ও ৭ম) – সূরা আল- ফিল

খ গ্রুপ (৮ম,৯ম ও ১০ম) – সূরা আল- মাউন

2। কুইজ (রাসুল সা:) এর জীবনীর উপর)

ক গ্রুপ (৬ষ্ঠ ও ৭ম)

খ গ্রুপ (৮ম,৯ম ও ১০ম)

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9