Gaibandha Govt. Girls' High School

SSC Result - 2025

ঐতিহ্যবাহী গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২৫ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক ও গর্বজনক। এ অসাধারণ সাফল্যের জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং পরিশ্রমী শিক্ষকমণ্ডলীর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষার্থীদের নিষ্ঠা ও কঠোর অনুশীলন, অভিভাবকদের সচেতন সহযোগিতা এবং শিক্ষকমণ্ডলীর নিরলস পরিশ্রম ও আন্তরিকতা। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় এই কাংখিত ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

সবার প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও উষ্ণ অভিনন্দন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকুক—এই কামনা করি।

এস.এস.সি  পরীক্ষা – ২০২৫ এর ফলাফল 

মোট পরীক্ষার্থী = ২৪৯ জন।

অংশগ্রহণ পরীক্ষার্থীর সংখ্যা = ২৪৬ জন।

অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা = ০৩ জন।

পাশের হারঃ ৯৬.৭৫।

মোট জিপিএ ৫.০০ = ১৪২ জন।

  1. dinajpur_ssc_2025_12110290.pdf<span>dinajpur_ssc_2025_12110290.pdf</span>