Notice Board Please Click to view Class Routine Please Click to view Gallery Please Click to view Result Please Click to view
স্কুল ইতিহাস
এলকার কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তি শিক্ষার আলো বিতরনের উদ্দেশ্যে ১৯১৬ খ্রিঃ এম.ই স্কুল হিসেবে যাত্রা শুরু করলেও নানা চড়াই উৎড়াই পেরিয়ে কালের পরিক্রমায় ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক মঞ্জুরী প্রাপ্ত হয়ে ১৯৪২ সালে প্রথম ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অংশ নেয়। ১৯৭০ সালে সরকারিকরণের মাধ্যমে বিদ্যালয়টির কার্যক্রম বেড়ে যায়। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকাল থেকে অনেক জ্ঞানী গুনির জন্ম দেয় যারা দেশ ও জাতির বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। এমনকি এই বিদ্যালয় থেকে ১৯৮২ সালে মেয়েদের মধ্যে সমগ্র বাংলাদেশে প্রথম স্থান ও ২০০৩ সালে জাতীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদাসহ মহামান্য রাষ্ট্রপতি পদক পায়। ২০১১ সালে বিদ্যালয়টি ডাবল শিফটে উন্নীত হয়ে প্রতিবছর প্রায় ১২০০ শিক্ষার্থীকে জ্ঞানের আলো বিতরণ করছে। বিদ্যালয়টির ফলাফল প্রথম থেকেই ভালো এবং পাশের হার প্রায় ১০০%।
স্কুল পরিচিতি
গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর উপজেলায় গাইবান্ধা পৌরসভার কেন্দ্রস্থল শহীদ সরোহওয়ার্দ্দী রোডে অবস্থিত। চারপাশে সীমান প্রাচীর বেষ্টিত বিদ্যালয়টিতে বর্তমানে ০৪ টি তিন তলা ভবন,একটি প্রধান শিক্ষকের বাসভবন (পরিত্যাক্ত) এবং একটি দ্বিতল ভবন রয়েছে। একটি প্রশাসনিক ভবন, তিনটি একাডেমিক ভবন, একটি ছাত্রী নিবাস। প্রশাসনিক ভবনে রয়েছে অফিস কক্ষ, শিক্ষক বিশ্রামগার, সম্মেল কক্ষ, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, লাইব্রেরী ,মাল্টিমিডিয়া ক্লাস রুম রয়েছে। বিদ্যালয়টিতে বর্তমানে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেনী পর্যন্ত প্রভাতি ও দিবা শিফটে ২০ জন সহকারী শিক্ষক শ্রেনী শিক্ষকের দায়িত্ব পালন করে আসছে। প্রভাতি শিফট সকাল ৭.০০ ঘটিকা হতে ১২.০০ ঘটিকা এবং দিবা শিফট ১২.০০ ঘটিকা হতে ৫.০০ ঘটিকা পর্যন্ত পাঠদান চলে।