প্রধান শিক্ষকের বাণী
বতর্মানে তথ্যপ্রযুক্তির যুগে বিশ্ব এগিয়ে চলেছে দ্রুতগতিতে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০২১ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়কে আরো একধাপ এগিয়ে নিয়ে একে বিকশিত ও আলোকিত করতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট চালু হওয়ায় আমি আনন্দিত। নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে আমার সহকর্মীরা তাদেঁর আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের ওয়েবসাইট চালু করায় আমি তাদের ধন্যবাদ জানাই।
আমি বিশ্বাস করি, এই ওয়েবসাইট নি:সন্দেহে দেশের তথ্যপ্রযুক্তিতে একটি নতুন মাত্রা সংযোজন করবে এবং গাইবান্ধাসহ বিশ্ববাসী এ প্রতিষ্ঠানকে নতুনভাবে জানতে পারবেন। ওয়েবসাইটটিতে তথ্য সংযোজনের ক্ষেত্রে অপ্রতুলতা থাকতে পারে। আপনাদের সহযোগিতা ও মূল্যবান পরামর্শ নিয়ে আমরা এই সীমাবদ্ধতা অতি অল্প সময়েই কাটিয়ে উঠতে পারবো বলে আমি মনে করি।
মোঃ মেহেদুল ইসলাম প্রধান
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)