প্রধান শিক্ষকের বাণী
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, দেশের আশা ও জাতির সম্ভাবনা। একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে তোমাদের এখনই সৎ, মেধাবী, পরিশ্রমী এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আমাদের বিদ্যালয় তোমাদের শুধু বইয়ের জ্ঞান নয়, বরং নৈতিকতা, ভদ্রতা, দেশপ্রেম এবং মানুষ হওয়ার শিক্ষা দেয়। আমরা চাই তোমরা যেন শ্রদ্ধাশীল হও, নিয়মিত পাঠে মনোযোগী হও, সময়ের মূল্য বুঝো এবং সবসময় সত্য ও ন্যায়ের পথে চলো। ভবিষ্যতে কে কী হবে—ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী, শিল্পী, বিজ্ঞানী—তা বড় কথা নয়; বড় কথা হলো, তোমরা যেন ভালো মানুষ হও। একজন ভালো মানুষ শুধু নিজের জন্য নয়, সমাজ ও দেশের জন্যও গুরুত্বপূর্ণ। তোমাদের যেকোনো প্রয়োজনে আমরা শিক্ষকরা পাশে আছি। ভয় বা সংকোচ না করে আমাদের সঙ্গে কথা বলো, প্রশ্ন করো, শেখো। তোমাদের উন্নত ভবিষ্যতের জন্য আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাব। সবশেষে বলবো— স্বপ্ন দেখো, পরিশ্রম করো, এবং নিজের প্রতি বিশ্বাস রাখো। আল্লাহ্ চাইলে একদিন তোমরাও সফল হবে, নিজের পরিবার, সমাজ ও দেশের গর্ব হয়ে উঠবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত পড়াশোনা করো। তোমাদের প্রতিটি দিন হোক শেখায় ভরপুর ও আনন্দময়।
মোঃ মেহেদুল ইসলাম প্রধান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, গাইবান্ধা।